নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি বিশুদ্ধ পানীয় জলের। বারবার আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছিলো না। অবশেষে ওই এলাকার মানুষদের সেই প্রত্যাশা পূর্ণ হলো। আজ গোগড়া হাসপাতাল এর সন্নিকটে একটি বিশুদ্ধ পানীয় জল কল বসানো হলো কারণ হসপিটালে রোগী এবং আত্মীয়দের বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা ছিলনা। তাদের অনেক দূর থেকে জল নিয়ে আসতে হতো। ফলে অসুবিধায় পড়তে হত রুগী এবং রোগীর আত্মীয়দের। এছাড়াও পথচলতি মানুষ এবং গাড়িচালকদেরও সমস্যায় পড়তে হতো। সেই মোতাবেক আজ গোগড়া হসপিটালের সামনে বসানো হলো পানীয় জলের কল। খুশি এলাকার মানুষ। ফিতেকেটে জলের কলের শুভ উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া জেলা হসপিটাল রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শ্যামল সাঁতরা। এছাড়া উপস্থিত ছিলেন কোতুলপুর এর সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফফর মিদ্দ্য পঞ্চায়েত প্রধান নিতাই নন্দী অঞ্চল সভাপতি তুষার রায় অধীর ঘোষ সহ বিশিষ্টজনেরা। পরে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সাথে দেখা করেন অধ্যাপক শ্যামল সাঁতরা এবং তাদের হাতে কিছু ফল ও খাবার তুলে দেন।