বাসের সঙ্গে বালি বোঝাই ডাম্পারের সংঘর্ষ, জখম 12
1 min read
রিন্টু পাঁজা, মাড়গ্রাম: যাত্রী বোঝাই বেসরকারি বাসের সঙ্গে বালি বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে। দুর্ঘটনায় জখম বাসের ১২ জন যাত্রী। ঘটনাটি মঙ্গলবার সকালে বীরভূমের রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্গত প্রতাপপুর গ্রামের কাছে। জানা গিয়েছে, সকালে মোড়গ্রামের দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। এবং অপর দিক অর্থাৎ সামনের দিক থেকে আসছিল একটি বালি বোঝাই ডাম্পার। সেসময় প্রতাপপুর গ্রামের কাছে বাসের সঙ্গে ডাম্পারটির মুখোমুখী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের পরে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। খবর দেওয়া হয় মাড়গ্রাম থানার পুলিশ কে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় মাড়গ্রাম থানার পুলিশ বাস ও ডাম্পারটিকে আটক করেছে।