ডবল ইঞ্জিনের সরকার হলে রাজ্যে উন্নয়ন বৃদ্ধি পাবে– রাজীব ব্যানার্জী
1 min read
আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী ও রাজীব ব্যানার্জীর উপস্থিতিতে পরিবর্তন যাত্রার বাস সকাল থেকে পুড়শুড়া, খানাকুল হয়ে বিকাল প্রায় পাঁচটা নাগাদ আরামবাগের দৌলতপুরে এসে পৌঁছায়। প্রত্যেক এলাকাতেই রাস্তার দুই পাশে অসংখ্য নর-নারী শঙ্খধ্বনি, পুষ্প বৃষ্টি করে এই যাত্রাকে সমর্থন জানান। আরামবাগে এসে পৌঁছানোর পর বিমান ঘোষ, উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী ও রাজীব ব্যানার্জী রাজ্যে সরকারে পরিবর্তন এর ডাক দেন। জানান, বামফ্রন্ট সরকারকে ৩৪ বছর আর তৃনমূল সরকারকে ১০ বছর দিয়েছেন, এবার আমাদের ১০ বছর সরকারে আসার সুযোগ দিন। রাজ্য এবং কেন্দ্রর সমস্ত সুযোগ-সুবিধা নিশ্চিত ভাবে পেতে পারবেন।
স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়েও তৃনমূল সরকারকে এক হাত নেন রাজীব ব্যানার্জী। তিনি বলেন, এটা ভোটের কার্ড। ভোট ফুরিয়ে গেলেই ইনভ্যালিড হয়ে যাবে। আমরা সরকারে এলে এক ই সাথে আয়ুষ্মান ও স্বাস্থসাথী সুবিধা দেবো, কৃষকদের আঠারো হাজার টাকা সরাসরি ব্যাংকে জমা পড়ে যাবে। মমতা ব্যানার্জি এখন সুড়সুড়ি দিতে বাংলার মেয়ে হিসেবে তাকে ভোট দিতে বলছেন। বাংলায় আর কোনো ভাই, বোন, মেয়ে নেই? একমাত্র তিনিই মেয়ে? আসলে গদি হারাবার ভয়ে এসব বলছেন বলে বক্তারা জানান।