কেন্দ্রীয় জনবিরোধী নীতি ও কৃষি বিলের বিরুদ্ধে কোতুলপুর ব্লকের দেশরা কোয়ালপাড়া অঞ্চলে তৃণমূলের বাইক র্যালি
1 min read
চিন্ময় কুন্ডু : বিজেপি সরকারের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ও কৃষি বিল বাতিলের দাবিতে কোতুলপুর ব্লকের দেশরা কোয়ালপাড়া অঞ্চলে এক বাইক র্যালি করল তৃণমূল। দেশরা কোয়ালপাড়া অঞ্চলের আঠারোটা বুথ থেকে প্রায় 700 জন তৃণমূল কংগ্রেস সমর্থক বাইক নিয়ে এই বাইক র্যালি তে যোগদান করেন। দেশরা তৃণমূল পার্টি অফিস থেকে এই মিছিল শুরু করা হয়। তারপরে মিছিল সমগ্র দেশরা বাজার সহ তাজপুর, তাজপুর গ্রাম, নদীকুল, চকচিল, ভালুকগেড়ে, সাহাবারচক সংসদ, ইসমাইলচক ও যমুনা হয়ে পুনরায় দেশরা তৃণমূল পার্টি অফিসে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলটি সম্পূর্ণ পরিচালনা করেন কোয়ালপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এই মিছিলটিতে নেতৃত্ব দেন কোতুলপুর এর ব্লক সভাপতি সমীর বাগ। মিছিলে উপস্থিত ছিলেন কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুকুমার ক্ষেত্রপাল, দেশরা কোয়ালপাড়া অঞ্চলের উপপ্রধান ইসরাফিল খান, দেশরা কোয়ালপাড়া অঞ্চল সভাপতি গুরুপদ পাত্র-সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক।