খানাকুলে স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, তৃতীয় বিয়ে করে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের জল্পনা
1 min read
রাজারাম মুখার্জি : স্ত্রীকে গলাটিপে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে ধরে গ্রামবাসীরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়, অভিযুক্ত স্বামী ভর্তি খানাকুল গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে খানাকুল দু’নম্বর ব্লকের অন্তর্গত বনহিজলির হানুয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, হানুয়া গ্রামের বাসিন্দা দেবু রাউতের ছেলে সুনীল রাউতের সঙ্গে টুসি রাউতের ১১ বছর আগে বিবাহ হয়। তাদের একটি ৯ বছরের এবং একটি ৪ বছরের বাচ্চাও আছে। অভিযুক্তের এটি দ্বিতীয় বিয়ে, এর আগের পক্ষের স্ত্রী মারা মারা যাওয়ার পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। অভিযুক্ত সোনার কাজ করতো। স্থানীয়রা জানান অভিযুক্ত আরো একটি বিয়ে করেছে এবং সেই স্ত্রীর কথাতেই সে বর্তমান স্ত্রীকে খুন করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শনিবার গভীর রাতে সুনীল রাউত তার স্ত্রীকে গলা টিপে খুন করে আর সেই খবর জানাজানি হতেই গ্রামবাসীরা অভিযুক্ত স্বামীকে ধরে ফেলে এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সুনীল রাউত কে গ্রেপ্তার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। মৃত গৃহবধূর দেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় খানাকুল থানার পুলিশ।