হলদিয়ায় শুরু হলো করোনা ভ্যাকসিনের ট্রায়াল রান
1 min read
জুলফিকার আলী: হলদিয়ায় শুরু হলো করোনা ভ্যাকসিন এর ট্রায়াল রান। কোভিড ভ্যাকসিনের ট্রায়াল রান হয়ে গেল হলদিয়া শিল্প নগরীতে। হলদিয়া মহকুমা হাসপাতালের অন্তর্গত তেঁতুলবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে এই ভ্যাকসিনের ট্রায়াল রান মহড়ার জন্য হলদিয়া পৌরসভার ৩০ জন স্বাস্থ্যকর্মীকে ডাকা হয়। তাদের মধ্যে ২৫ জনকে ট্রায়াল করানো হয়। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করে আই কার্ড দেখে হাসপাতালের ভেতরে ঢোকানো হয়। তাদের নাম নথিভুক্ত করানো হয়। ভ্যাকসিন রুমে তাদের উপরে ভ্যাকসিনের মহড়া দেখানো হয়। ভ্যাকসিন নেওয়ার পর তাদের অবজারভেশন রুমে ৩০ মিনিট রাখা হয়। তাদের শারীরিক কোন কষ্ট হচ্ছে কিনা পর্যবেক্ষণ করা হয়।
করোনার ভ্যাকসিনের মহড়া প্রসঙ্গে হলদিয়ার সিএমএইচ সৌম্য দত্ত বলেন, সব রকমের সতর্কীকরণ করে ভ্যাকসিনের মহড়া হয়েছে। প্রথমে ১০০ জনকে নির্বাচন করা হবে, সেই ১০০ জন স্বাস্থ্য কর্মীকে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে।