শীতের রাতে বেরিয়ে রাস্তার ধারে শুয়ে থাকা মানুষদের কম্বল দিল মায়াপুর ঐক্যবদ্ধ সোসাইটি
1 min read
নিজস্ব সংবাদদাতা : এই শীতের রাতে যারা রাস্তার ধারে থেকে রাত্রি অতিবাহিত করেন সেই সমস্ত অসহায় মানুষদের কম্বল দিয়ে পাশে দাঁড়ালো মায়াপুর ঐক্যবদ্ধ সোসাইটি। মায়াপুর ঐক্যবদ্ধ সোসাইটি বিগত দিনে আরামবাগ, সোদপুর এবং তারকেশ্বরে ব্যবসাদার এবং পথচলতি মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই অসহায় মানুষগুলোর জন্য কম্বল কিনেছে বলে জানা গেছে। বুধবার রাত্রে মায়াপুর ঐক্যবদ্ধ সোসাইটির তিন সদস্য শুভদীপ, দেবজ্যোতি এবং সোমনাথ বলরামপুর থেকে তারকেশ্বর পর্যন্ত পথে শুয়ে থাকা মানুষ এবং বস্তিবাসীর মধ্যে 70টি কম্বল বিতরণ করল। এই সোসাইটির সদস্যরা জানালেন, এ বিষয়ে বিশেষ সহযোগিতা করেছেন অর্পেন্দু ঘোষ। ওনার সন্তান অদ্রিতি ঘোষের জন্মদিন উপলক্ষে ঐক্যবদ্ধ সোসাইটিকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এই সম্মিলিত প্রচেষ্টাতেই এদিনের এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। অদ্রিতির দীর্ঘায়ু কামনা করে মায়াপুর ঐক্যবদ্ধ সোসাইটি।