আরামবাগের মাধবপুরে নির্মীয়মান দেওয়াল চাপা পড়ে মৃত ১ রাজমিস্ত্রি, গুরুতর জখম ২
1 min read
নিজস্ব সংবাদদাতা : আরামবাগের মাধবপুরের আদমপুর এলাকায় ড্রেনের পাশে নির্মীয়মান পাঁচিল ধ্বসে মৃত্যু হল 1 রাজমিস্ত্রির, গুরুতর জখম 2 , জানা গেছে তিনজন মিস্ত্রী এবং একজন জোগাড়ে ওই পাঁচিলটি নির্মাণের কাজ করছিল। সেই সময় হঠাৎই নির্মীয়মাণ পাঁচিল টি ধ্বসে গিয়ে তিনজন মিস্ত্রির উপরে পরে। জোগাড়ের কাজ করা কর্মী পাঁচিলের কাছাকাছি না থাকায় তিনি আহত হওয়ার হাত থেকে বেঁচে যান। মর্মান্তিক এই ঘটনায় মৃত মিস্ত্রির নাম বিকাশ ধারা। বাড়ি মাধবপুরে। তার একটি ছেলে একটি মেয়ে আছে। জখম হওয়া দুজনের মধ্যে একজন পিন্টু লস্কর বাড়ী মাধবপুরের জোতরামে, আর একজন মিস্ত্রি নিমাই মাঝি বাড়ি মাধবপুরের উত্তরপাড়ায়। তিনজন মিস্ত্রিকে ঘটনার পর পরই তড়িঘড়ি আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে এক মিস্ত্রিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। জখম অপর দুই মিস্ত্রির চিকিৎসা চলছে।