বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শান্তি মোহন রায়ের জন্মদিন পালিত হল পিতৃভূমি খানাকুলের কায়বায়
1 min read
নিজস্ব সংবাদদাতা : আরামবাগ মহকুমার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শান্তি মোহন রায়ের জন্মদিন পালিত হল তার পিতৃভূমি খানাকুলের কায়বা গ্রামে। ১৯১৫ সালের ২৭ ডিসেম্বর খানাকুলের পাতুলে মামার বাড়িতে তার জন্ম হয়। ছাত্রাবস্থাতেই তিনি স্বদেশী আন্দোলনের কাজে আত্মনিয়োগ করেন। খানাকুল এলাকায় স্বাধীনতা আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। বেশ কিছু সময় আরামবাগ মহকুমার সমর পরিষদের সম্পাদক হিসেবে স্বাধীনতা আন্দোলন পরিচালনা করার দায়িত্ব ছিল তার উপর। গান্ধীবাদী আন্দোলন পরিচালনা করতে গিয়ে বহুবার তিনি কারারুদ্ধ হয়েছেন ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। রাধানগরে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়-সহ এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অপরিসীম অবদান আছে। এদিন এই প্রিয় জননায়ককে শ্রদ্ধা জানাতে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। শান্তি মোহন রায়ের একমাত্র পুত্র চন্দন কুমার রায় ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠ, স্থানীয় রামমোহন ২ পঞ্চায়েতের প্রধান টগরি দাস, প্রাক্তন প্রধান অরূপ দাস, রবিন কুমার মিত্র, সমীর কুমার কুন্ডু, গৌরাঙ্গ রায়, প্রমুখ।