পুলকের পুনর্জন্ম চাই : মনোরঞ্জন সাঁতরা
1 min read
একবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রয়াত কন্ঠ শিল্পী ভূপেন হাজারিকা প্রয়াত মান্না দে কে বলেছিলেন,মান্না তুমি এত সুন্দর করে গাও কিভাবে? উত্তরে হেসে মান্না দে বলেছিলেন,এই জীবনে যদি পুলকের জন্ম না হত তবে আমি বোধ হয় গাইতে পারতাম না।সত্যিই পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আর মান্না দের দরাজ কন্ঠের সমন্বয় না ঘটলে আমাদের বাংলা গানের ভান্ডার অনেকটাই অপূর্ণ থাকত।পুলক বন্দ্যোপাধ্যায় বাংলা গানের গীতিকার হিসেবে (আধুনিক ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রে) একটি নক্ষত্র।তাঁর গানের কথায় কাব্যিক এবং ছন্দের ছোঁয়া সুস্পষ্ট।মনের মাঝারে তাঁর গানের কথা পৌঁছায় অনেকটাই গভীরে।তাঁর গানের কথা একটি কালকে অতিক্রম করে আজও শ্রোতার মনে দোলা দেয়।অনেকেই আবার অতীত হাতরায়।কিন্তু বতর্মান সময়ে বাংলা গানের কথা শুনলে মনে হয় তাড়াহুড়ো করে লেখা শব্দ যুদ্ধের সংকলন।সেগুলির বেশিরভাগই কয়েক মাসের মধ্যে হারিয়ে যায়।তাই আমিও অনেকের মতো আক্ষেপ করি।গানপ্রিয় বাঙালি হিসেবে আমার দাবি -পুলকের পুনর্জন্ম চাই।