হাসতে তাদের নেই মানা : মনোরঞ্জন সাঁতরা
1 min read
হাসি শুধু স্বাস্থের জন্য ভাল তা নয় নিজের ব্যক্তিত্ব বিকাশেও হাসি এক ধরনের সহায়ক মাধ্যম । সুন্দর হাসিমাখা মুখ পরিবেশকে যেমন নমনীয় করে তোলে তেমনি হসিমাখা মুখের চাহনি অন্যকেও হাসতে আকৃষ্ট করে । জোসেফ এডিসন বলেছেন, সব সৃষ্ট জীবের মধ্যে হাসির দিক দিয়েই কেবল মানূষ পৃথক । প্রশ্ন একটাই
মানুষ হাসে কেন ? মানুষের বোধ শক্তি আছে বলেই অর্থাৎ নির্বোধ নয় বলেই মানুষ হাসে। বার্গসর্ন বলেন , মানুষের হাসি একটি সহজাত প্রবনতা । জীবনকে যে হালকা ভাবে নেয় সে হাসিকেও গ্রহন করে। জীবনকে যে মানুষ গভীর ভাবে দেখে সে কখনও হাসতে পারেনা । তবে স্বীকার করতেই হবে, হাসি আসলে মানবিক একটা ব্যাপার ।
শুধু হাসির জন্যই বিশ্বের অনেক দেশে প্রতিষ্ঠিত হয়েছে ছোট বড় নানা স্কুল। যেখানে রয়েছে ছেলে বুড়ো বিভিন্ন বয়সী মানুষের যাতায়াত।
আমাদের প্রত্যের জীবনে কম বেশি দুঃখ থাকবে এটাই স্বাভাবিক । এটা মেনে নিয়েই তো আমাদের চলতে হচ্ছে । তাই ছোট এই জীবনটাতে দুঃখ-কষ্টকে কিছুটা আড়ালে অন্তরালে রেখে সুস্থ থাকার মহাষৌধ হাসিকে লুফে নেওয়াই ভালো । আসুন নিজে সুস্থ থাকার জন্য এবং সবাইকে সুস্থ
রাখার জন্য মন-প্রাণ খুলে হাসুন এবং মাঝে মধ্যে সুযোগ পেলে অন্যকেও হাসান ।