করোনা নিয়েই বাঁচতে হবে আগামী দিনে
1 min read
মনোরঞ্জন সাঁতরা,বেঙ্গাই,হুগলী : তৃতীয় পর্যায়ের দেশ জুড়ে লকডাউন চলছে। অথচ করোনা ভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী গতিতে বাড়ছে ।
এই পরিস্থিতিতে রাস্তায় নেমে কাজ করার জন্য স্বাস্থ্যকর্মীর অভাব লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্যা সমাধানের পথ খোঁজায় এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ । যদিও স্বাস্থ্য মন্ত্রক কোনও সুরাহার কথা আমাদেরকে জানাতে পারেনি।
বরং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লভ আগারওয়াল সতর্ক করে বলেছেন, ‘ভাইরাস নিয়েই আমাদের বেঁচে থাকা শিখতে হবে।’তিনি ইঙ্গিতে বুঝিয়েছেন লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা,বারে বারে হাত ধোয়া ও মাক্স ব্যবহারের যে বিধান গুলি বাদ্ধতামূলক আছে সে গুলি আগামী দিনে অভ্যাসে পরিনত করতে হবে।
কেননা মাসের পর মাস লকডাউন থাকতে পারে না।এক লক ডাউন তুলতে হবে।করোনা ভাইরাস কিন্তু দেশ থেকে বিদায় নেবে না।বরং সংক্রমণের সংখ্যা আগামী জুন-জুলাইয়ে মাসে শীর্ষে পৌঁছবে বলে সতর্ক করেছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলোরিয়া।তাই আমাদের অভ্যাস নিজেদের বাঁচার তাগিদেই পরিবর্তন করতে হবেই।