চলে গেলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী!
1 min read
প্রদীপ সাঁতরা : চিরতরে ঘুমিয়ে গেলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮২ বছর। কিংবদন্তি ফুটবলারে আসল নাম সুবিমল তবে বিশ্ব ফুটবল জগতে চুণী গোস্বামী নামেই পরিচিত ছিলেন।
জানা গেছে, বার্ধক্যজনিত ও দীর্ঘ রোগভোগের লড়াইয়ের হেরে চিরতরে বিদায় নিলেন। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাবদ প্রতীম এই ফুটবলার। তাঁর ছেলে সুদীপ্ত গোস্বামীই বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।
তাঁর নেতৃত্বে ভারত ১৯৬২ এশিয়ান গেমসে সোনা জেতে। খেলা ছাড়ার পর তিনি জাতীয় দলকে কোচিংও করিয়েছেন। মোহনবাগানী সুবিমল বাংলার হয়ে দীর্ঘদিন ফার্স্ট ক্লাস ক্রিকেটও খেলেছেন। তিনি বাংলার ক্রিকেট দলকে নেতৃত্বও দিয়েছেন।