এটিকের টেবিল টপার হওয়ার স্বপ্নে জল ঢালল চেন্নাইয়ান
1 min read
এটিকে: ১ চেন্নাইয়ান এফসি : ৩
রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে এবং চেন্নাইয়ান এফসি। ম্যাচটি ছিল দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলই চাইছিল জয়। কারণ এটিকে জিতলেই চলে যেতো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে, অপরদিকে চেন্নাইচেন্নাইয়ান জিতলে টপ ফোরে যাওয়ার একটা সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত এটিকের টেবিল টপার হওয়ার স্বপ্নে জল ঢেলে দিল চেন্নাইয়ান ।এদিন দুরন্ত পারফরম্যান্স তাদের। এটিকের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিল চেন্নাইয়ান ।
ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই এটিকে ডিফেন্সকে বোকা বানিয়ে চেন্নাইয়ানকে এগিয়ে দেন ক্লিভেল্লারো । শুরু থেকেই এটিকে ডিফেন্সের উপর একতরফা চাপ বজায় রাখে চেন্নাইয়ান। ফলে ৩৯ মিনিটের মাথায় স্কোর ২-০ করেন সেমব্রি । ঠিক তার পরের মিনিটেই ব্যবধান কমান এটিকের রয় কৃষ্ণা। ব্যবধান কমতেই চাপে পড়ে গিয়েছিল চেন্নাইয়ান। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলেই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ছটফট করতে থাকেন রয় কৃষ্ণরা। কিন্তু চেন্নাইয়ানের মজবুত ডিফেন্সের কাছে বারবারই আটকে যায় তারা। দ্বিতীয়ার্ধের শেষ পনেরো মিনিট একতরফা চাপ বজায় রাখে এটিকে। কিন্তু কাজের কাজ হয়নি। অপরদিকে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মাঝমাঠ থেকে দুরন্ত গোল করে স্কোর ৩-১ করেন ভালস্কিশ।
এই ম্যাচের পর ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরেই থাকলো এটিকে এবং ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এলো চেন্নাইয়ান।
Great content! Super high-quality! Keep it up! 🙂