স্বপ্নঃ- পরাণ মাঝি
1 min read
জীবনের ঘুম ভেঙে উঠে দেখি
লাশ হ’য়ে শুয়ে আছি ।
যে তুমি কোনোদিন করোনি আদর
ধরোনি কোনোদিন এ হাত
সেই তুমি লাশের অধরে করেছো চুম্বন ।
যে তুমি কোনোদিন ফ্যালোনি চোখের জল
আজ ঝরণা ধারায় মিলিয়েছো সেই চোখ।
মৃত আমি এত প্রিয়?
যদি জানতাম তবে অনেকদিন আগেই তো
সব ছেড়ে তোমার কাছেই থাকতে পারতাম ।
শান্তির কী অপার পিপাসা ছিল
তা তুমি জানতে না
জানার চেষ্টাও করোনি কোনোদিন।
আজ লোকান্তরিত শয্যার পাশে
তোমার সব গোপন গল্প অনুভব করেছি ।
আর কোনো দুঃখ নেই
এবার আমি আগুনের মুখোমুখি
পুড়তে পুড়তে ছাই হবে সব সত্ত্বা ।
শেষবার জ্বলার আগে
স্পর্শ করো এ তৃষিত পাথর হাত
যেন মুছে যায় তোমার দেওয়া সব আঘাত ।
আর কখনো; কোনোদিন; কোনো ক্ষণে
হতে হবে না কালোর মুখোমুখি ।
জীবনের ঘুম ভেঙে উঠে দেখি
লাশ হ’য়ে শুয়ে আছি ।
কপিরাইট–পরাণ মাঝি/02122018PM0330
দারুণ দীপ্তি!!