অদ্ভুত শিশুর জন্ম তিনটি হাত দুটি মাথা!!
1 min read
নিজস্ব সংবাদদাতাঃ- বিয়ে হয়েছিল দেড় বছর আগে। দেড় বছরের পর প্রথম সন্তানের জন্ম হয় গত রবিবার।মহিলাটি এক পুত্র সন্তানের জন্ম দেয়। মহিলার নাম ববিতা আহিরওয়ার। পুত্র সন্তানের জন্মের পর যেকোনো বাড়িতেই এক বাঁধনছাড়া উচ্ছ্বাস দেখা যায়। কিন্তু এখানে তার ব্যতিক্রম দেখা গেল। শিশুটির জন্ম হয়েছে দুটি মাথা এবং তিনটি হাত নিয়ে। এখানেই বেড়েছে পরিবারের উদ্বেগ।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায়। সেখানকার এক হাসপাতালে অদ্ভুত শিশুর জন্ম হলো। এব্যাপারে চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি জন্মগ্রহণ করেছে তিনটি হাত, দুটি মাথা নিয়ে। তবে শরীরের হৃদযন্ত্র একটি।
চিকিৎসকদের মতে দশ লক্ষের মধ্যে একজনের এরকম ঘটে থাকে। তারা আরো জানান গর্ভস্থ ভ্রূণের সঠিক বিকাশ না হওয়ার ফলে এমনটা হতে পারে বলে তারা মনে করেছেন। তারা শিশু ও মা কে আইসিইউ তে রেখেছেন এবং বিশেষ পর্যবেক্ষণে তাদের রাখা হয়েছে বলে জানা গেছে।