সেন্ট থমাস পাবলিক স্কুলে হয়ে গেলো লাঙস্ ফাংশন টেস্ট
1 min read
সোমশুভ্র মুখোপাধ্যায়ঃ-সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকুর, আবারও একবার সমাজসেবার নিদর্শন সৃষ্টি করল শিশু স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে। এতে সহযোগিতা করেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ রজত শুভ্র মুখোপাধ্যায়। প্রায় ৩৫০ জন বাচ্চার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর পাশাপাশি যাদের প্রয়োজন আছে তাদের লাঙস্ ফাংশন টেষ্ট ও করা হয়। ডাঃ রজত শুভ্র মুখোপাধ্যায় বলেন যে, এ ধরনের স্বাস্থ্য পরীক্ষার শিবির তিনি প্রায় করেন ঠিকই, কিন্তু একটি বিদ্যালয় এর এ ধরনের সমাজ সেবার কাজে তিনি অভিভূত। আর বিদ্যালয়ের পরিচালক বিবেক ছাপারিয়া বাবু অসংখ্য ধন্যবাদ দেন ডাঃ রজত শুভ্র মুখোপাধ্যায়কে। তিনি বলেন, ডাঃ মুখোপাধ্যায় এতো ব্যাস্ততার মধ্যেও যে সারাদিন এ রকম কাজে বিদ্যালয় এর সহযোগিতা করলেন তাতে তারা কৃতজ্ঞ।