হাজার হাজার লোকের সমাবেশে আরামবাগের গড় বাড়িতে বিজেপির জনসভা
1 min read
শাহিদ জামাল: আজ আরামবাগের গড়বাড়িতে সম্প্রতি আরামবাগের দুই বিজেপি কর্মীর খুনের ঘটনায় শহীদ স্মরণে বিশাল জনসমাবেশ হয়ে গেল। এদিন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, প্রাক্তন আই পি এস অফিসার ভারতী ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, কৃষ্ণা ভট্টাচার্য, অভিনেত্রী রিমঝিম মিত্র, বিশ্বনাথ কারক, আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ অসংখ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আর ছিলেন হাজার হাজার জনতা। এদিন আরামবাগের কালিপুরের নিহত বিজেপি কর্মী আমির আলী খানের স্ত্রী মঞ্চে উঠে কেঁদে ফেলেন। তিনি তার স্বামীর খুনিদের যাবজ্জীবন সাজা দাবি করেন। এদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান তৃণমূলের দিন ফুরিয়ে আসছে। রাজ্যের মানুষকে আর বোকা বানানো যাবেনা। তাঁরা এখন তৃণমূলের অপশাসনের হাত থেকে বাঁচতে চায়। 2021 এ পশ্চিমবঙ্গবাসীরা এর যোগ্য জবাব দেবেন ভোট দানের মাধ্যমে। এদিন প্রত্যেক বক্তায় তৃণমূলের দুর্নীতির, স্বৈরাচারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন। এদিন আরামবাগের এক দৈনিক পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক দেবাংশু চক্রবর্তী দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগদান করেন এবং দেবাংশু চক্রবর্তীর মতোই আরো অনেকে বিজেপিতে যোগদান করেন।