জেনেসিস বার্তার ১০ বছর পূর্তি উৎসব
1 min read
নিজস্ব সংবাদদাতা : গত ২০ শে অক্টোবর কোলকাতার
বয়েজ ও’ন লাইব্রেরী হলে জেনেসিস বার্তার ১০ বছর পূর্তি উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেন ডঃ ইন্দ্রনীল দাস, তাপস মুখার্জি সহ
আরো অনেকে। এখানে জেনেসিস বার্তার শারদ সংখ্যার মোড়ক উন্মোচিত হয় বিপুল
করতালির মধ্যে দিয়ে। এদিন অনেক কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিককে বঙ্গরত্ন সন্মানে ভূষিত করা হয়। তাদের মধ্যে
নামী প্রাবন্ধিক তন্ময় সিংহ রায়,কবি শিবব্রত গুহর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানে নৃত্যকলার সৌন্দর্যে দর্শকবৃন্দকে একেবারে মোহিত
করে দেয় নৃত্যশিল্পী পায়েল মুখার্জি। তার নৃত্যপটুতা অতুলনীয়। জেনেসিস বার্তার সম্পাদক অনিন্দ্য ঘোষ বলেন, ” বর্তমানে ইন্টারনেটের যুগে পাঠকের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। যা এক অশুভ ইঙ্গিত সমাজের পক্ষে। লেখার সাথে সাথে পড়ার অভ্যাস বজায়
রাখতে হবে।” এই অনুষ্ঠান শুরু হয় দুপুর সাড়ে তিন ঘটিকায়। সারাক্ষণই দর্শক সমাগম এখানে খুব ভালো ছিল।পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বাচিক শিল্পী ঋকসুন্দর ভট্টাচার্য। জেনেসিস বার্তার শারদ সংখ্যাটি এককথায় অপূর্ব। অনুষ্ঠানটি সত্যিই উপভোগ্য হয়ে উঠেছিল।
Very good